বাউফলে এ্যাসিল্যান্ড, ডাক্তার ও পুলিশ সহ ৬ জন করোনায় আক্রান্ত

বাউফলে এ্যাসিল্যান্ড, ডাক্তার ও পুলিশ সহ ৬ জন করোনায় আক্রান্ত

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের সহকারী কমিশনার (ভূমি), বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও বগা তদন্ত কেন্দ্রের দুই পুলিশ সদস্যসহ ৬ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
 আজ (২৬ জুন) শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার আখতারুজ্জামান এ কথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ পর্যন্ত বাউফলে মোট ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৭ জন।  আক্রান্ত ও মৃতের সংখ্যায় পটুয়াখালী জেলায় বাউফলের অবস্থান শীর্ষ স্থানে।
 বাউফলে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেলেও সংক্রমন রোধে কোন পদক্ষেপই কাজে আসছেনা। ইতিমধ্যে পৌর শহরের ২, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডকে রেড জোন হিসাবে ঘোষনা করা হলেও কার্যত তা শুধু কাগজেই লিপিবদ্ধ রয়েছে। পূর্বের ন্যায় সব কিছু স্বাভাবিক ভাবে চলছে। রাস্তা ঘাটে মাক্স বিহীন লোকজন ঘুরে বেড়াচ্ছে। সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান খোলা। যানবাহন চলাচল করছে।
 উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা চালালেও কেউ তা আমলে নিচ্ছেননা।